ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বরাদ্দ নেই বাস; লেগুনায় চড়ে ক্যাম্পাস ত্যাগ ইবি ক্রিকেট দলের

ওয়াসিফ আল আবরার, ইবি

ক্রিকেট দলের যাতায়াতের জন্য বাস বরাদ্দ না থাকায় লেগুনায় চড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ক্যাম্পাস ত্যাগ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট দল।

 

সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে লেগুনায় করে কুষ্টিয়া শহরে পৌঁছেছে ক্রিকেট দলের সদস্যরা। আগামীকাল ৬ ফেব্রুয়ারী থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, ক্রিকেট টিম পাঠানোর জন্য ক্যাম্পাস থেকে বাসের জন্য বলা হলেও ব্যয় কমানোর উদ্দেশ্যে, ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে দল পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাস না থাকায় বাধ্য হয়ে নিরাপত্তা ঝুঁকি নিয়েই ক্যাম্পাস ছাড়ে ক্রিকেটাররা।

 

ক্রিকেট দলের সদস্য সাকলাইনের সাথে কথা বলে জানা যায়, তাদের জন্য বাস দেয়ার কথা থাকলেও বাস দেওয়া হয়নি। গতবারও খেলতে যাওয়ার সময় কর্তৃপক্ষ বাস দেয়নি। খেলোয়াড়রা লেগুনায় চড়ে ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার চৌড়হাঁসে পৌঁছেছে৷ পরে তুহিন বাসে করে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেছে।

 

দলের অন্য সদস্য রাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা খেলতে যাচ্ছিলাম। ভেবেছিলাম আমাদের যাতায়াতের জন্য বাস থাকবে, কিন্তু ক্যাম্পাস থেকে কতৃপক্ষ বাস দেয় নি সেজন্য লেগুনায় করে কুষ্টিয়া পর্যন্ত পৌঁছেছে টিমের সবাই। কুষ্টিয়া থেকে অন্য বাসে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে।

 

বাস দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম বলেন, আমরা বাস চাইলে কর্তৃপক্ষ অবশ্যই আমাদের বাস দিতো। কিন্তু যাওয়ার সময় প্লেয়ারদের নিয়ে গেলেও ফিরতি পথে ফাঁকা আসায় জ্বালানির ক্ষতি হবে। তাই খেলোয়ারদের অন্য বাসে পাঠানো হচ্ছে। ক্যাম্পাস থেকে লেগুনায় করে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, এখান থেকে খেলোয়াররা নিজ দায়িত্বে কুষ্টিয়া যাচ্ছে। তারপর কুষ্টিয়া থেকে রাজশাহী পৌঁছাবে। তবে ক্যাম্পাসের বাস না দেওয়া হলেও ওদের যাতায়াতের খরচ বহন করা হবে।

 

এবিষয়ে পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন বলেন, আমার কাছে বাসের জন্য কেও আবেদন করে নি। সাধারণত আবেদন করলে আমার আওতার মধ্যে থাকলে আমি বাদ দিয়ে দেই। আর যদি আমার আওতার বাইরে হয় তবে উপচার্য বরাবর প্রেরণ করি। কিন্তু খেলোয়াড়দের যাতায়াতে বাসের জন্য কোন আবেদন আমার কাছে আসেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
২১৩ বার পড়া হয়েছে

বরাদ্দ নেই বাস; লেগুনায় চড়ে ক্যাম্পাস ত্যাগ ইবি ক্রিকেট দলের

আপডেট সময় ০৪:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

ক্রিকেট দলের যাতায়াতের জন্য বাস বরাদ্দ না থাকায় লেগুনায় চড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ক্যাম্পাস ত্যাগ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট দল।

 

সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে লেগুনায় করে কুষ্টিয়া শহরে পৌঁছেছে ক্রিকেট দলের সদস্যরা। আগামীকাল ৬ ফেব্রুয়ারী থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, ক্রিকেট টিম পাঠানোর জন্য ক্যাম্পাস থেকে বাসের জন্য বলা হলেও ব্যয় কমানোর উদ্দেশ্যে, ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে দল পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাস না থাকায় বাধ্য হয়ে নিরাপত্তা ঝুঁকি নিয়েই ক্যাম্পাস ছাড়ে ক্রিকেটাররা।

 

ক্রিকেট দলের সদস্য সাকলাইনের সাথে কথা বলে জানা যায়, তাদের জন্য বাস দেয়ার কথা থাকলেও বাস দেওয়া হয়নি। গতবারও খেলতে যাওয়ার সময় কর্তৃপক্ষ বাস দেয়নি। খেলোয়াড়রা লেগুনায় চড়ে ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার চৌড়হাঁসে পৌঁছেছে৷ পরে তুহিন বাসে করে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেছে।

 

দলের অন্য সদস্য রাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা খেলতে যাচ্ছিলাম। ভেবেছিলাম আমাদের যাতায়াতের জন্য বাস থাকবে, কিন্তু ক্যাম্পাস থেকে কতৃপক্ষ বাস দেয় নি সেজন্য লেগুনায় করে কুষ্টিয়া পর্যন্ত পৌঁছেছে টিমের সবাই। কুষ্টিয়া থেকে অন্য বাসে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে।

 

বাস দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম বলেন, আমরা বাস চাইলে কর্তৃপক্ষ অবশ্যই আমাদের বাস দিতো। কিন্তু যাওয়ার সময় প্লেয়ারদের নিয়ে গেলেও ফিরতি পথে ফাঁকা আসায় জ্বালানির ক্ষতি হবে। তাই খেলোয়ারদের অন্য বাসে পাঠানো হচ্ছে। ক্যাম্পাস থেকে লেগুনায় করে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, এখান থেকে খেলোয়াররা নিজ দায়িত্বে কুষ্টিয়া যাচ্ছে। তারপর কুষ্টিয়া থেকে রাজশাহী পৌঁছাবে। তবে ক্যাম্পাসের বাস না দেওয়া হলেও ওদের যাতায়াতের খরচ বহন করা হবে।

 

এবিষয়ে পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন বলেন, আমার কাছে বাসের জন্য কেও আবেদন করে নি। সাধারণত আবেদন করলে আমার আওতার মধ্যে থাকলে আমি বাদ দিয়ে দেই। আর যদি আমার আওতার বাইরে হয় তবে উপচার্য বরাবর প্রেরণ করি। কিন্তু খেলোয়াড়দের যাতায়াতে বাসের জন্য কোন আবেদন আমার কাছে আসেনি।